প্রযত্নেঃ শ্যামলী কিংবা বাংলামোটর ওভারব্রীজ
জানো, এ শহরটাকে দেখার একটা আলাদা মজা আছে। এই শহরটায় অনেক কিছু আছে… অনেক রোদ… অনেক গল্প… বলার মতোন অনেক কথা… আর্তনাদ কিছুটা।
ওভারব্রীজের ওপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছো কখনও? ব্যক্তিগত অনুভূতিগুলো বিস্তৃত করে দিলেই যেমন কবিতা হয়… শহরটা ঠিক অনেকটা সেরকম…
মাঝে মাঝে কোন কোন ওভারব্রীজের ওপর দাঁড়িয়ে থেকেছি নিথর… খুঁজেছি কাউকে… হয়তো তোমাকেই… আর তারপর খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে আমার শহর খোঁজা হয়ে গেছে কেবল !
দেখতে দেখতে এক বিন্দু শহর…
দেখেছি নার্সারী-পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো আর তাদের মায়েরা অদ্ভুতভাবে আমাকে দেখতে দেখতে পেরিয়ে গেছে ওভারব্রীজ… দেখেছি মানুষ কত দ্রুত-পায়ে হন্তদন্ত হয়ে পেরোয় রাস্তা-ঘাট-পথ!
কোথাও কারও জন্য কেউ কী খুব করে বসে থাকে? হয়তো থাকে… হয়তো বা না… তবু মানুষ চিরটাকাল পৌঁছোতে চায় কোথাও না কোথাও।
তারপর তোমার কবিতা কিংবা ঘ্রাণ হুট-হাট মনে পড়ে গেলে কোনো রাস্তায়-ফুটপাথে-বাসে-ট্রেনে-ওভারব্রীজে
এক একটা দিন আমার কাটিয়ে দিতে ইচ্ছে হয়েছে কেবল !
৪/১১/২০১৩
মন্তব্যসমূহ