আহ্ ! প্রতীতি ! – দুই

যাচ্ছো চলে ?
- যেতেই হবে ।

একলা হবো ।
- কিইবা তাতে !

তোমার বুঝি ?
- অনেক পুঁজি ।

তুচ্ছ আমি।
- অজ্ঞ ভারী ।

ক্ষুদ্র ভীষণ ?
- জানোই যখন…

নীল টিপটায় ?
- জমলো স্মৃতি…

কন্যা তবে ?
- একলা র’লো ।

বিদায় বুঝি ?
- ক্ষতিটা কী ?

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
কারো চলে যাওয়ার জন্য একটা কবিতা পেলাম। এবার আশা করি, কেউ একজন আসবে, তার জন্য আরেকটা কবিতা পাবো। :D
কবিতা ভালো লাগলো।

পান্থ রহমান রেজা
@পান্থ রহমান রেজা... এই যে এসে কবিতা পড়ে - টড়ে মন্তব্য দিয়ে গেলে যত্নসহকারে তাও বেশ ভালো লাগলো... ;)
অনেক ধন্যবাদ... :)
@সরসিজ আলীম... অসংখ্য ধন্যবাদ আপনাকে... :)
‌‌'হুউম' বলতে ভালো লাগে না আসোলে। আবার, এরকম যথেষ্ট বিমূর্ত ভাবের লেখার জবাবে কমেন্ট করাটা কঠিনও। :-) সুন্দর বটে। ডুবে থাকো মদে।
দাদাভাই,
আমিতো ভেবে নিয়েছিলাম... 'হুউম'টুকুই প্রতি-উত্তর...
ভালো লাগলো মন্তব্যে ছাপ রেখে গেলে তাই... :)
ধন্যবাদ অনেকখানি..

সর্বাধিক পঠিত [Popular Post]