চিতায় অঙ্গার

লেলিহান আগুনের শিখায় ধোঁয়াটে আকাশটা
কেবল পুড়ছে নিঃসাড় মানবদেহ,
মৃত্তিকার গভীরে বিলীন হয় দেহ -
মৃত্তিকা হয়ে ওঠে উর্বর।
জ্বলন্ত অঙ্গারে পুড়ছে মনটা
সন্ধান পাই প্রকৃত অনুভূতির।
নিস্তব্ধ দেহের মতো নিথর সম্বন্ধ,
নিঃশেষ মোহময় ভাললাগা।
শেষ ??? হাহাকার ওঠে অন্তঃস্থল হতে,
জীবনের ভান্ডারে সঞ্চিত অভিজ্ঞতা -
জানায় শুধু ; শেষ হয়নি তবু।
অবোধ মন, অবুঝ হৃদয় -
দেয়না আজ আর অভিজ্ঞতার কদর।
আকুলভাবে করে ওঠে নিবেদন -
বল একবার শেষ হয়নি কিছু।
চমক ভেঙেও কাটেনি আবিষ্টতা।
জ্বলে অঙ্গার, শুধুই রিক্ততা।
কেবল পুড়ে নিঃসাড় মানবদেহ।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত [Popular Post]