শব্দচাষ

ঝকঝকে মলাটবাঁধা খাতা টমেটোরঙ কৈশোরের,
আর একটা যুৎসই কলম -
সেই কবে যে খোঁজা শুরু আমার।
ইকোনোঃ হলুদ - কালো, কালো - নীল ডোরাকাটা।
'সেলো' তে অক্ষরগুলো ষোড়শী কি তরুণী।
আর জেল-পেন এ বেনীআসহকলা -
ঝিকিমিকি - চকচকে, শব্দের শার্ট পরা।


একটা যুৎসই কলম খোঁজা দোকানে - দোকানে,
সকাল, দুপুর, গোধূলী, বিকেল, ভর সন্ধ্যায়।
মলাটবাঁধা খাতা সেই কবে থেকে একা।
ওখানে ভালো ভালো কথা লেখা হবে।
আপাতত লেখা ঝরে, ঝরে ঝরে পড়ে যায় -
টুকরো শ্রীহীন কাগজে, ছেঁড়া ডায়েরীর পাতায়।


ছন্নছাড়া শব্দের সাথে তুমুল আড্ডাবাজি,
আর নীল শাড়ি অক্ষরদি বলে - "একটা বেনসন চাই।"
নষ্ট - ভ্রষ্ট সময়জুড়ে ফাঁকা স্বপ্নবাজি।
একটা যুৎসই কলম আমার চাই।

অনেক কথা লিখে রাখা যাবে, মিনিট না ঘুরতেই।
শব্দের সাথে শব্দ জুড়ে ঈশ্বর হওয়া যায়।
সন্তর্পণে শব্দে বাক্যে প্রবল ঠুকোঠুকি।

অতএব -
"চলৎ" উচ্চারণে, যুৎসই কলমখানি চাই।


২৩/১১/২০১০

মন্তব্যসমূহ

বরফ পানি বলেছেন…
ছবিটা সুন্দর। কলেজে থাকতে বইয়ের ভিতর ফুলপাতা চেপ্টা বানানো একটা আর্ট বানায় ফেলসিলাম। কলম নিয়া লেখাটা সত্যি এক্সপিরিয়েন্স না লেখারজন্যলেখা জানিনা। তয় এই লেখা পড়ে আমার নিজের শেষ হয়ে যাওয়া কালা ডাইরির জন্য দুঃখ উথলায় উঠলো। এখন একটা ডাইরির অভাবে আর কুবিতা লিখতাম ফারতাসি না।

তুমার ব্লগ পড়ে নস্টালজিক হইলাম।
আরে অন্দ্রিলাপু আমারও একটা কালো ডায়েরী ছিল...
আমারটাও শেষ সেই কবে...
এখন লেখার ডায়েরী কয়েকটা...
খয়েরী... নীল... আর মাল্টিকালার... হাহাহা...

এ লেখা কলম নিয়ে ভাবতে ভাবতে লেখা...
সত্যি গোছানো খাতায় লেখা হয়নি কখনও...
লিখে গেছি এখানে-ওখানে হেথা-সেথা...

তোমায় স্বাগতম...
ভাল্লাগলো আমার এ উঠোনে তোমায় দেখে... :)

সর্বাধিক পঠিত [Popular Post]