প্রযত্নেঃ ঘোরলাগা রাস্তা-ঘাট-পথ


একবার এক বিদেশী ছেলে নিজের ভাষায় আমাকে জানালো-
পুনে ফিল্ম ইনস্টিটিউট দারুণ দেখতে।
আর আমি ভেবে নিলাম তোমায় নিয়ে একবার ঘুরে আসা যায় তবে।
কিংবা সুমন’দা মাথায় হাত রেখে যে-বার বলে গেলো – “কলকাতা আসিস্”
ভাবলাম- বেশ! তোমায় নিয়ে একবার নাহয় সুমনদার বাড়ি!
আজকাল চা-সিগারেট-মাথা ঝিম ঝিম, অস্বস্তি;
আজকাল তেমন কিছুই ভাল্লাগছে না আর।
ভাবছিলাম – কোনো একবার পুনে যেতে পারলে তোমায় চিঠি লিখবো নাহয়।
কিংবা ধরো সুমন’দার বাড়ি ঘুরে-টুরে এলে …

পাঁচ টাকা দিয়ে দিন শুরু করে আমার হয়তো তেমন কোথাও যাওয়া হবে না আর।
তবু আমি ভাববো –
লাদাখ, রাজস্থান, কলকাতার গলি-ঘুপচি, নেপাল…
ঘুরে এসে তোমায় চিঠি লেখা হবে ঠিক ঠিক…
ঠিক ক’টা শহরে টঙ চায়ের দোকান থাকে রাস্তাতে আর
ক’টা শহরের মানুষ রাস্তার ধারে আড্ডা মারতে জানে সেসব যত্ন করে লিখবো দেখো।

শুধু এমন কোন ক্লিশে কথা লেখা থাকবে না যে –
তোমায় দেখার নেশা জেগে উঠলে চেনা ফুটপাতে বসে বসে এসমস্ত কবিতার কথা ভেবেছি কেবল!


মন্তব্যসমূহ

খুব ভালো হয়েছে, সত্যি!
তুমিই পড়ো দাদাভাই ... সেজন্য কৃতজ্ঞতা :)

সর্বাধিক পঠিত [Popular Post]