প্রযত্নে: শহর কিংবা কথক


গল্পগুলো শহরেরই, যেহেতু কলোনীর এক রুমে পাঁচটে মানুষ থাকা শৈশবকে এ শহর জানে!
ভাপা-পিঠা যে শহরে শীত এনে দেয় তার টানেই একেক শীতে আমি চাদর জড়িয়েছি গা’য়।
এবং পুনরায় ভেবেছি যে শহরে কোথাও না কোথাও তোমার সাথে আমার দেখা হবে নির্ঘাত।

যেসমস্ত ঘটনাকে ‘কাকতাল’ বলে চালিয়ে দিচ্ছি দিব্যি, এ শহর সেগুলো যত্ন করে লেখে…
তোমার প্রিয় মানুষকে আমি যত দিন দেখি- শহর কি তত দিন তোমায় দেখতে দেয় তাকে?

অতঃপর
এ শহরে টঙ চায়ের চাচী সর্বাধুনিক নাগরিক; তীক্ষ্ম চাহনি ছাড়াই যে মেয়েদের বেনসন বিলি করে।
এবং ‘শহর’ এরিনা ফর্মের নাটকে এক সাবলীল ‘কথক’-এর চরিত্রে বেশ মানিয়ে যাচ্ছে বটে…!


১৯/১১/২০১৩


মন্তব্যসমূহ

joey বলেছেন…
vfdvbfdbfgbgf

সর্বাধিক পঠিত [Popular Post]