দগ্ধ প্রচ্ছন্নতা



সরাইখানার দেয়াল গজিয়ে উঠছে চারপাশে।
সভ্যদের উচ্ছিষ্ট হাতড়ে - ছেনে,
হাড় জিরজিরে মানুষগুলো বেঁচে-বর্তে যাচ্ছে।
দস্যি স্বপ্নগুলোয় দগ্ধ সময় বসিয়েছে
কুড়োলের কোপ।
কল্পনায় শ্যাওলা জমছে আর ভাবনার ভ্রুণে
প্রকট-প্রচ্ছন্নের অমীমাংসিত জটিলতা।
ফার্টিলাইজেশন শেষে থকথকে বিকলাঙ্গ চিন্তায় -
সময়ের ঝুলি ভরপুর।
নগরের গর্ভ ফুঁড়ে কিলবিলে কীটেরা ছুটে,
আস্থায় - স্বপ্নে - ইচ্ছায় - সম্পর্কে।
আহ্ ! কী তীব্র পিয়াস ! কী ভীষণ জ্বলন !

-------------------------------------

২৬/৩/২০১০

মন্তব্যসমূহ

ধন্যবাদ হাসিব ভাই...
কিন্তু ব্লগের শিরোনামটি "নির্জলা নৈবেদ্য" হবে... ওখানে ভুলবশত "নৈবদ্য" লিখা রয়েছে... :)
Jawshan Ara Shatil বলেছেন…
দারুন নির্জলা, মেলাদিন পর মিলিল তোর দেখা। ভুলিসনি আমায়।
ভালো হয়েছে। তীব্র! :-)
৩য় শেষ লাইনের শেষ শব্দটা ওটা কি 'ছোটে' হবে না 'ছুটে'র বদলে? :-)

আর, হ্যাঁ, ধন্যবাদ। চলুক।
@Reckless Dreamer
তোমায় কি করে ভুলি বল তো!!
সাথে থেকো... ভালো থেকো... নিরন্তর... :)
দাদাভাই, অভিধানে আমি "ছুটে" "ছোটে" - দুটোই ঠিক দেখতে পাচ্ছি...
নতুন সংস্করণে কি 'ছুটে" নেই??
তীব্র'র জন্য একটি হাসিমুখ :)

উৎসাহ জীবিত থাকলে চলবে জেনো... :)
মন্তব্য মানেই ভালোলাগা... ভালো থেকো...
অসংখ্য ধন্যবাদ এবং ভালোলাগা জানবেন অপু ভাই... :)
মউ! ছুটে-ছোটে দু'টোই ইন্ডিভিজুয়ালি বানানের হিসেবে সঠিক শব্দ। কিন্তু, বিষয়টা সমাপিকা-অসমাপিকা ক্রিয়ার। এই বিষয়ে নির্দিষ্ট উদাহরণ-বৃত্তান্তসহ তোমার সাথে আলাপ হয়েছিল আমার, মনে করে দ্যাখো তো! :-)
দাদাভাই,
সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে "ছোটে" হবে ?? তাই কি??
বোহেমিয়ান বলেছেন…
ব্যাপক ব্যাপক!!
তোমার দেখি খবরই নাই!
থাকো কই?
করো কী?!
@বোহেমিয়ান... খুশী যেথায় থাকি সেথায়...
করে বেড়াই যা ইচ্ছা তাই ... :D

ধন্যবাদ তোমায়... ভালোলাগা জেনো... :)
অনুচ্ছেদ বলেছেন…
শব্দদের এত শাসন করিসনা রে পাগলী.. ওরা কিন্তু পালাবে

সর্বাধিক পঠিত [Popular Post]