মৌতাতকাল - ২৯শে চৈত্র ১৪১৬

ঘামগন্ধী পিয়াসা উগরে এলে পরে-
সাধ জাগে ফের ফিরে পাওয়ার।
কিছু স্মৃতি আযৌবন টাটকা ও প্রাঞ্জল।
তোর বনেদি লোমশ আলিঙ্গনের
দাম র’লো একমুঠো যৈবতী ক্ষণ।
তবু কিছু বন্দনা অবশিষ্ট আজ,
অবুঝ - আকুল - প্রেমান্ধ প্রেয়সী পরাণ।
পেরিয়ে গেলে প্রিয় মৌতাত আয়েশের মোহে,
সওদার রতিতে জাগে বিক্ষিপ্ত রাত।
গভীর অভিমানে আলাপী ওষ্ঠ কাঁপে।
স্মৃতি আর অনুভূতি অনুভবে এলে-
ডাকিস্ তবে দস্যি ছেলে। বড় সাধ জাগে।

--------------------------------------

১২/৪/২০১০

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত [Popular Post]