অহম্‌

ডুব সাঁতারে ভীষণ উদ্গ্রীব তুমি, সীমান্ত।
অহং আর আমিত্বে ভরাট সময়ের ঝুলি।
ঠিক কতটা ডুবে জেনে যাবে গহীন আমায়।
ভেতরের ক্লেদে জমে থাকে শ্যাওলা ও ঝাঁজি।
মৃত যা সে তো এক তীব্রতা ধরে রাখে -
সংগোপনে, সংবেদনশীল এক অধীর আমি !
দৃশ্যত উছলে ওঠা দীর্ঘ ছলছলে নদী।
পচন ধরেছে কোথায় আর কী করে জানবে –
সীমান্ত, অতোটা গহীনে কি পৌঁছোনো যায়?
এতোটা মগ্ন কি কেউ হতে পারে, বলো?

--------------------------------------------

১৬/০৫/২০১০

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত [Popular Post]